শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ঈদ যাত্রায় ‘পাঠাও রেন্টালস’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৩:৫৮ পিএম

ঈদ যাত্রায় ‘পাঠাও রেন্টালস’

ছবি: সংগৃহীত

ঈদের ছুটিকে আরও উপভোগ্য করতে পাঠাও চালু করেছে আকর্ষণীয় ক্যাম্পেইন ‘ঈদে কোথাও যেতে চাও, পাঠাও রেন্টালস বুক নাউ!’

এই ক্যাম্পেইনের আওতায় ‘পাঠাও রেন্টালস’ থেকে যানবাহন ভাড়া নিয়ে নিরাপদে এবং আরামে ঈদ যাত্রা সম্পন্ন করা যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও জানায়, পাঠাও রেন্টালস এ আছে বিভিন্ন ধরনের গাড়ি, প্রশিক্ষিত চালক এবং সহজ অ্যাপ ও কল ভিত্তিক বুকিং ব্যবস্থা। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়তি কোনো খরচ ছাড়াই নিশ্চিন্তে ও আরামে পাওয়া যাবে এই সেবা।

পাঠাও এর পক্ষ থেকে জানানো হয়, পাঠাও রেন্টালস এর মাধ্যমে ব্যবহারকারীরা সেডান, এসইউভি, মাইক্রোবাস সহ বিভিন্ন ধরনের যানবাহন বেছে নেয়ার সুযোগ পাবেন।

সাথে থাকবে দক্ষ চালক, রাউন্ড ট্রিপ এবং বাড়তি খরচ ছাডা অ্যাপ ও কলের মাধ্যমে সহজে বুকিং এর সুবিধা। ইতিমধ্যে গত বছর থেকে প্রায় চার গুণ বেশি বুকিং পাঠাও রেন্টালস এ হয়েছে বলেও দাবি প্রতিষ্ঠানটির।

 

পাঠাও রেন্টালসে গাড়ি বুক করার সহজ উপায়:
১. প্রথমে পাঠাও অ্যাপ খুলুন।
২. ‘রেন্টালস’ অপশনে ক্লিক করুন।
৩. আপনার পছন্দের গাড়ি বেছে নিন – অনেক রকম গাড়ি আছে।
৪. সময় ঠিক করুন – ঘণ্টা, দিন বা যতদিন দরকার।
৫. বুকিং কনফার্ম করুন এবং অনলাইনে পেমেন্ট করুন।
৬. এবার নিশ্চিন্তে থাকুন এবং পাঠাও রেন্টালস-এর সাথে ঈদের যাত্রা উপভোগ করুন।

এছাড়াও, ০৯৬৭৭৭০০০০০ নম্বরে কল দিলেই খুব সহজে গাড়ি ভাড়া করা যাবে।
 

আরবি/ফিজ

Link copied!