ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

জিবলি বানালেই বিপদ, হতে পারেন পর্নোগ্রাফির শিকার!

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় “জিবলি” নামে এক নতুন ধরনের ইমেজ ট্রেন্ড ছড়িয়ে পড়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হচ্ছে। এই ট্রেন্ডের মূল উৎস হলো জাপানি শিল্পী হায়াও মিয়াজাকির জিবলি স্টুডিওর অ্যানিমেশনের আদলে তৈরি ছবি।

চ্যাটজিপিটি, গ্রক এআই কিংবা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সাধারণ ছবিকে কার্টুন স্টাইলে পরিণত করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।

তবে, বিশেষজ্ঞরা এই ট্রেন্ডের পিছনে কিছু সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। জিবলি আর্ট তৈরি করতে গিয়ে নেটিজেনরা তাদের ব্যক্তিগত ছবি শেয়ার করছেন, যা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে। যেহেতু এই ছবি তৈরির মেন সার্ভার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং ডেটা কোথায় সংরক্ষণ হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়, তাই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিদেশে চলে যেতে পারে। এর ফলে, সাইবার অপরাধীদের জন্য সুযোগ তৈরি হতে পারে, বিশেষত ডিপফেক, ফেক পর্নোগ্রাফি বা ডার্ক ওয়েবে বিক্রির মাধ্যমে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই প্রযুক্তির মাধ্যমে ছবির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্যও সংগ্রহ করা হচ্ছে, যা ব্যক্তিগত নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে।

পরিসংখ্যান বলছে, মাত্র ৩০ ঘণ্টার মধ্যে ১ কোটি ছবি আপলোড করা হয়েছে এই সার্ভারে এবং এতে প্রায় ১০ লাখ নতুন অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এই ধরনের তথ্য সংগ্রহ এবং ট্রান্সফার সাইবার অপরাধীদের কাছে মারাত্মক অস্ত্র হতে পারে।