এবার ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এড়াতে অ্যাপল কোম্পানি ভারত থেকে পাঁচটি বিমানভর্তি আইফোনসহ অন্যান্য পণ্য জরুরি ভিত্তিতে আমেরিকায় পাঠিয়েছে। মার্চের শেষ সপ্তাহে মাত্র তিন দিনের মধ্যে এই সরবরাহ সম্পন্ন করা হয়।
একটি সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত বিদেশি পণ্যের ওপর ১০ ভাগ শুল্ক কার্যকর হওয়ায় অ্যাপল দ্রুত এই পদক্ষেপ নেয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি থেকে রক্ষা পেতেই অ্যাপল এই জরুরি পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে। এর মাধ্যমে কোম্পানিটি উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক সাশ্রয় করতে সক্ষম হবে।
আপনার মতামত লিখুন :