ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

কী আছে ইন্সটাগ্রামের নতুন ফিচারে!

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৩:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ইন্সটাগ্রাম তার নতুন আপডেটে ১৬ বছর বয়সের নিচে ব্যবহারকারীদের জন্য টিন একাইউন্ট ফিচার চালু করেছে।

এর মাধ্যমে, ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা যদি লাইভে যেতে চান বা সেন্সিটিভ ইমেজ ব্লার অপশন বন্ধ করতে চান তাহলে তাদের গার্ডিয়ানদের পারমিশন প্রয়োজন হবে।

এই নতুন ফিচারের আওতায়,১৬ বছরের নিচে থাকা ব্যবহারকারীদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট এখন তাদের পরিবারের (বিশেষ করে বাবা-মায়ের) অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা হবে।

ফলে, পরিবারের সদস্যরা তাদের সন্তানদের অ্যাকাউন্টে থাকা বিভিন্ন কার্যক্রমের ওপর নজর রাখতে পারবে এবং প্রয়োজনমতো অনুমতি প্রদান বা প্রত্যাখ্যান করতে পারবে।

এটি শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে আরও নিরাপদ এবং নিয়ন্ত্রিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আশা করা যায়, এই ফিচারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার বিশেষত শিশুদের উপর নেতিবাচক প্রভাব কিছুটা কমানো সম্ভব হবে।  যদি পরিবারের সদস্যরা যথাযথভাবে সচেতন থাকেন।

এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ইন্সটাগ্রামের ব্যবহারকারীদের নিরাপত্তা এবং দায়িত্বশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

সূত্র: দি টেকপিওন