মাত্র ১৬ বছর বয়সে ভারতীয় এক কিশোরী উদ্যোক্তা প্রাঞ্জলি অবস্থি পৃথিবীকে চমকে দিয়েছেন। তিনি মাত্র ১ বছরের মধ্যে ১০০ কোটি টাকার মূল্যায়নে একটি এআই স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন।
তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান Delv.AI যা গবেষণার জন্য ডেটা নিষ্কাশন সেবা প্রদান করে থাকে।
প্রাঞ্জলি ১১ বছর বয়সে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং মাত্র ১৫ বছর বয়সে তিনি তার প্রযুক্তিগত স্টার্টআপ শুরু করেন। এখন তার প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ১০ জন এবং এর মূল্যায়ন প্রায় ১০০ কোটি টাকা।
২০২২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় Delv.AI, বর্তমানে এটি ৪৫০,০০০ ডলার প্রায় ৩.৭ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। বিজনেস ইনসাইডারের সঙ্গে এক সাক্ষাৎকারে তার এ সাফল্যের কথা বলেন।
প্রাঞ্জলি জানায়, এই উদ্যোগ আমার বাবার জন্য সফল হয়েছ। তাই তিনি তার বাবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।
তিনি জানান. আমার বাবা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি আমাকে মাত্র সাত বছর বয়স থেকেই কোডিং শিখিয়েছেন। আমার বাবা ছিলেন আমার প্রথম শিক্ষক। তার সাহায্যেই আমি কম্পিউটার বিজ্ঞান এবং কোডিংয়ের প্রতি আগ্রহ তৈরি করি।
ভারত থেকে ফ্লোরিডা চলে আসার পর প্রাঞ্জলি গণিত এবং কম্পিউটার বিজ্ঞান নিয়ে অধ্যয়ন শুরু করেন। পরে ফ্লোরিডা ইন্টারনাল ইউনিভার্সিটির থেকে ল্যাব মেশিন লার্নিং নিয়ে ইন্টার্ন হিসেবে কাজ করেন। সেখানে তিনি ডেটা নিষ্কাশন, অনুসন্ধান এবং সাহিত্য পর্যালোচনা তৈরি করার কাজ করতেন।
আপনার মতামত লিখুন :