রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মোবাইল ফোন দিয়েই নিজের জমি মেপে নিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ১০:৫৫ পিএম

মোবাইল ফোন দিয়েই নিজের জমি মেপে নিন

ছবি: রূপালী বাংলাদেশ

জমি কেনা-বেচা কিংবা নিজস্ব জমির সঠিক পরিমাপ নিয়ে অনেকেই নানা জটিলতার সম্মুখীন হন। কখনো যেতে হয় পাটোয়ারীর কাছে, আবার কখনো দিনের পর দিন ঘুরতে হয় ভূমি অফিসে। এ ছাড়া জমির পরিমাপে ভুল বা প্রতারণার ঘটনাও ঘটে প্রায়ই। অথচ বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ফোনের সাহায্যে ঘরে বসেই জমি বা ক্ষেতের পরিমাপ করা সম্ভব—আর এটি অনেকেরই অজানা।

আজকের প্রতিবেদনে জানানো হলো, কীভাবে সহজেই আপনার মোবাইল ফোন ব্যবহার করে জমি বা ক্ষেতের মাপ নেওয়া যাবে, এমনকি প্লটের দিকও নির্ধারণ করা যাবে।

মোবাইল থেকেই জমি পরিমাপ—কীভাবে করবেন?

মোবাইল ফোনে জমি পরিমাপের জন্য কয়েকটি সহজলভ্য অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি নিজের প্লট, ক্ষেত বা জমির আনুমানিক আয়তন জানতে পারবেন। এই অ্যাপগুলো Google Play Store ও App Store—উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যায়।

যেসব অ্যাপ প্রয়োজন:
GPS Field Area Measure, GPS Field Area Measure Tool, Easy Area: Land Area Measure, GPS Area Calculator, GPS Land Field Area Measure।

GPS Field Area Measure ব্যবহারের নিয়ম:

এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ফ্রি ও পেইড ভার্সনে পাওয়া যায়। এক কোটিরও বেশি বার ডাউনলোড হওয়া এই অ্যাপটির মাধ্যমে আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে জমি পরিমাপ করতে পারবেন:

স্টেপ ১: Google Play Store (অ্যান্ড্রয়েড) অথবা App Store (iOS) থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
স্টেপ ২: অ্যাপ চালু করে GPS ব্যবহারের অনুমতি দিন।
স্টেপ ৩: দুইটি মোড পাবেন—Manual Measuring ও GPS Measuring।
স্টেপ ৪: ‘Create New’ অপশনে ক্লিক করে এলাকা, দূরত্ব বা POI থেকে প্রয়োজনীয়টি নির্বাচন করুন।
স্টেপ ৫: Manual Measuring-এ ম্যাপে পয়েন্ট টু পয়েন্ট ট্যাপ করে মাপ নিতে পারবেন।
স্টেপ ৬: GPS Measuring-এ মোবাইল হাতে জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটলে অ্যাপটি অটোমেটিকভাবে পরিমাপ রেকর্ড করবে। মাপ সম্পন্ন হলে তা সংরক্ষণ কিংবা শেয়ারও করা যাবে।

GPS Field Area Measure Tool ব্যবহারের নিয়ম:

স্টেপ ১: Google Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
স্টেপ ২: অ্যাপ চালু করে GPS অ্যাক্সেসের অনুমতি দিন।
স্টেপ ৩: ‘+’ আইকনে ক্লিক করে নতুন মাপ শুরু করুন।
স্টেপ ৪: Manual ও Walking (GPS) – এই দুটি মেজারমেন্ট মোড পাবেন।
স্টেপ ৫: Manual মোডে ম্যাপের পয়েন্ট চিহ্নিত করে মাপ নিন। Walking GPS মোডে ডিভাইস হাতে নিয়ে জমিতে হাঁটলেই মাপ অটো রেকর্ড হবে।

বিকল্প অ্যাপসমূহ:

Easy Area: Land Area Measure, GPS Area Calculator, GPS Land Field Area Measure

এই অ্যাপগুলোতেও একইভাবে GPS ব্যবহার করে জমি মাপ নেওয়া যায়।

দ্রষ্টব্য: এসব অ্যাপ GPS টেকনোলজি ব্যবহার করে, ফলে পরিমাপ শতভাগ সঠিক নাও হতে পারে। আইনি কাজে ব্যবহারের জন্য নির্ভুল দলিল বা সরকারি মাপজোকই প্রযোজ্য। তবে ব্যক্তিগত বা আনুমানিক হিসাবের জন্য এগুলো বেশ কার্যকর।

প্লটের দিক নির্ধারণ: iPhone ও Android-এ Compass ব্যবহার

iPhone-এ:
স্টেপ ১: iPhone-এর Compass অ্যাপ চালু করুন।
স্টেপ ২: ফোনটি ফ্ল্যাটভাবে হাতে রাখুন।
স্টেপ ৩: লাল তীরটি সবসময় উত্তর নির্দেশ করবে। কম্পাসে N, S, E, W ও SE, NE, SW, NW ইত্যাদি দিক দেখা যাবে।

Android-এ:
স্টেপ ১: Google Play Store থেকে Compass অ্যাপ ডাউনলোড করুন।
স্টেপ ২: ফোনটি তালুর ওপর ফ্ল্যাটভাবে ধরুন।
স্টেপ ৩: কম্পাসের সুই অটোমেটিকভাবে উত্তর দিক ঘুরে দেখাবে। আপনি সহজেই প্লটের দিক নির্ধারণ করতে পারবেন।

প্রযুক্তির কল্যাণে জমি মাপা এখন অনেক সহজ ও দ্রুত। যেকোনো জায়গা থেকে, যেকোনো সময় আপনি নিজের মোবাইল দিয়েই জমির আনুমানিক মাপ নিতে পারবেন। তবে আইনি প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই ভূমি অফিস থেকে নির্ভুল কাগজপত্র সংগ্রহ করতে ভুলবেন না।
 

আরবি/একে

Link copied!