গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে চালু করা হয়েছে ‘কমিউনিটি নোটস’ নামের একটি নতুন ফিচার, যার মাধ্যমে পোস্টে থাকা তথ্য যাচাই করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাধারণ ব্যবহারকারীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।
সম্প্রতি মেটা ঘোষণা দিয়েছে, এই ফিচারটি আপাতত কেবল যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। তবে, খুব শিগগিরই এটি বিশ্বের অন্যান্য দেশেও চালু করা হবে।
এই ফিচারটির বিশেষত্ব হলো—এটি সরাসরি কোনো পোস্ট রিপোর্ট বা ভায়োলেশন হিসেবে চিহ্নিত করবে না। বরং, কোনো পোস্টে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তার নিচে আলাদাভাবে একটি তথ্যনির্ভর নোট যুক্ত করা হবে, যা সংশ্লিষ্ট বিষয়ের সত্যতা তুলে ধরবে।
মেটা জানিয়েছে, আন্তর্জাতিক ইস্যু বা সংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে গুজব অনেক সময় দ্রুত ছড়িয়ে পড়ে। এসব ক্ষেত্রে আগে থেকেই পেশাদার ফ্যাক্টচেকাররা কাজ করতেন। তবে এবার থেকে সাধারণ ব্যবহারকারীরাও এর অংশীদার হিসেবে তথ্য যাচাইয়ের কাজে যুক্ত হতে পারবেন।
ফেসবুক কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য বা বিভ্রান্তির বিরুদ্ধে সচেতনতা বাড়বে এবং তথ্যভিত্তিক একটি নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে উঠবে।
আপনার মতামত লিখুন :