সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে ইনফ্লুয়েন্সারদের ফলো করতে পছন্দ করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটা প্রধান মার্ক জাকারবার্গ।
মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসির অ্যান্টিট্রাস্ট মামলায় প্রমাণ হিসেবে জমা দেওয়া মেটার অভ্যন্তরীণ এক ইমেইলে এসব তথ্য উঠে এসেছে। যেখানে জাকারবার্গ লিখেছেন, ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রাম ও এক্স-এ বিভিন্ন নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের অনুসরণ করতে বেশি আগ্রহী তিনি।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিবি এক প্রতিবেদনে লিখেছে, ‘২০২২ সালের এপ্রিলে জাকারবার্গ ও মেটার ফেসবুক প্রধান টম এলিসনের মধ্যে বিনিময় হওয়া বিভিন্ন ইমেইলে ফেসবুকের জনপ্রিয়তা নিয়ে কোম্পানির ক্রমাগত উদ্বেগের ওপরও তারা নজর দিয়েছেন।’
‘প্রকাশিত ওইসব ইমেইল উঠে এসেছে, জনপ্রিয়তায় ফেসবুকের সম্ভাব্য স্থান হারানোর বিষয়ে কয়েক বছর ধরেই উদ্বিগ্ন ছিলেন জাকারবার্গ।’
জাকারবার্গের ওই ইমেইল বার্তার উদ্ধৃতি দিয়ে বিজনেস ইনসাইডার প্রতিবেদনে লিখেছে, ‘অনেক জায়গায় ফেসবুক অ্যাপের সম্পৃক্ততা স্থিতিশীল মনে হলেও জনপ্রিয়তা দ্রুত কমে যাচ্ছে অ্যাপটির এবং আমি উদ্বিগ্ন যে, ভবিষ্যতে মানুষের স্বাস্থ্য সমস্যার একটি প্রধান সূচক হতে পারে এটি।’
জাকারবার্গ এও বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তার নিজের অভ্যাসও পরিবর্তিত হয়েছে। এখন ইনস্টাগ্রাম ও এক্স-এ ইনফ্লুয়েন্সারদের ফলো করতে বেশি আগ্রহী তিনি।
জাকারবার্গ বলেছেন, ‘ইনস্টাগ্রাম ও ফেসবুকের মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় আমাদের এমন একটি কৌশল খুঁজে বের করা দরকার, যাতে একটি পরিষেবা অন্য পরিষেবার ফেলে আসা বিভিন্ন বিষয় তুলে না নেয় বা কোনো পরিষেবা কৃত্রিম বা অযৌক্তিকভাবে নিজেদের সীমাবদ্ধ করে না ফেলে।’
আপনার মতামত লিখুন :