দিনের বেশিরভাগ সময়ই আমাদের সবার হাতে থাকে স্মার্টফোন। আর হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। অফিসের কাজ হোক কিংবা ব্যক্তিগত আলাপ সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপের ভূমিকা অনস্বীকার্য। ফলে, চ্যাটের গোপনীয়তা বজায় রাখা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে হোয়াটসঅ্যাপ এনেছে নতুন একটি সুরক্ষা ফিচার ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চ্যাট আরও গোপন এবং সুরক্ষিত রাখতে পারবেন।
নতুন ফিচারটি চালু করতে হলে প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাপটি সর্বশেষ ভার্সনে আপডেট করতে হবে। এরপর সেটিংসে গিয়ে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ অপশনটি চালু করতে হবে। একবার এটি চালু হলে, কেউ আর আপনার ব্যক্তিগত কিংবা গ্রুপ চ্যাট এক্সপোর্ট করতে পারবে না।
তবে স্ক্রিনশট নেওয়ার সুবিধা পূর্বের মতোই থাকবে। এই ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি।
এখানে মনে রাখা দরকার, এই ফিচারটি কাজ করার জন্য উভয় পক্ষেরই হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন ব্যবহার করা লাগবে। এর ফলে, আপনার চ্যাট আর সহজে অন্য কারও হাতে পৌঁছাবে না গোপনীয়তা এবং নিরাপত্তা উভয়ই নিশ্চিত থাকবে।
হোয়াটসঅ্যাপের এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা আরও জোরদার করবে।
আপনার মতামত লিখুন :