আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কিংবা এআই। বর্তমান স্মার্ট যুগে যার চাহিদা প্রায় প্রতিটি ক্ষেত্রেই। তবে এই অভিনব প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর সেই ধারাবাহিকতায় জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে এবার নতুন এআই টুল যুক্ত হচ্ছে। যার দ্বারা এডিট করা যাবে ভিডিও এবং ছবি উভয়ই। আর এই টুল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, এই ফিচার এলে ক্রিয়েটররা খুব কম সময়ে ইনস্টাগ্রামের ভিডিওতে অনেক পরিবর্তন আনতে পারবে। একটা মাত্র কী চাপলেই কিংবা মাত্র একটা কমাণ্ড দিলেই এক পলকের মধ্যে আপনার পোশাক পাল্টে যাবে ভিডিওতে। সাথে বদলে যাবে ব্যাকগ্রাউন্ডও।
এই নতুন ফিচার্সের কয়েক ঝলক দেখিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। যার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর মধ্যে নিজের পোশাক বদলে নিতে পারবেন এবং বদলে নিতে পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডও। সেই সঙ্গে, তারা পরতে পারবেন তাদের নিজেদের পছন্দমত গয়নাও। শুধু কাঙ্ক্ষিত বিষয়টি লিখে কমান্ড দিলেই এই ইফেক্ট কাজ করতে শুরু করবে। এরপরে এই ফিচার্সের সাহায্যে নিজে থেকেই ভিডিও এডিট করে দেবে ইনস্টাগ্রাম।
তবে এটাই প্রথম কোনো এডিটিং টুল নয়, অ্যাডোবের ফায়ারফ্লাই এবং ওপেন এআইয়ের সোরা এরই মধ্যে একইরকম প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে টেক্সট কমান্ড দিয়ে ভিডিও এডিট করে নেওয়া যায়। তবে মেটা জানিয়েছে যে এই প্ল্যাটফর্মগুলোর থেকেও তাদের এই নয়া ফিচার্স অনেক গুণে ভালো, মেটার ফিচার্স অনেক উন্নতভাবে মোশন এবং আইডেন্টিটি পরিচালনা করে। আগামী বছর থেকেই সব ব্যবহারকারীরা এই ফিচার্স ব্যবহার করতে পারবেন।
আপনার মতামত লিখুন :