ইকমার্সে কেনাকাটায় শীর্ষস্থানে অবস্থান করছে চীন। ২০২৪ সালে দেশটিতে ইকমার্সে কেনাকাটার পরিমাণ ছিল দেড় ট্রিলিয়ন ডলার। ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মাত্র ১৬৯ বিলিয়ন ডলারের কেনাকাটা নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। ফলে ইকমার্স কেনাকাটার হিসাবে বিশ্বের একক আধিপত্য চীন ও যুক্তরাষ্ট্রের।
জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার এক প্রতিবেদন অনুযায়ী, নিজ দেশে ইকমার্সের প্রসারিত বাজার তৈরির পর বিশ্ববাজারেও চীনা ইকমার্স প্রতিষ্ঠানগুলো প্রসার বাড়ানোর চেষ্টা করছে। চীনের পিডিডি হোল্ডিং এর মালিকানাধীন ইকমার্স প্রতিষ্ঠান ‘টেমু’ এ বিষয়ে এক উল্লেখযোগ্য নাম। ২০২৪ সালে বিশ্ববাজারে ৫৪ বিলিয়ন ডলারের বিকিকিনি করেছে প্রতিষ্ঠানটি। আরেক চীনা ইকমার্স জায়ান্ট আলীবাবাও চেষ্টায় আছে আলীএক্সপ্রেসের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান অর্জনের।
তালিকার শীর্ষ দশে আরও রয়েছে জাপান (১৩০ বিলিয়ন), জার্মানি (৯৮ বিলিয়ন), দক্ষিণ কোরিয়া (৮০ বিলিয়ন ডলার), ফ্রান্স (৬৬ বিলিয়ন ডলার), কানাডা (৬৬ বিলিয়ন), ইটালি (৬৪ বিলিয়ন ডলার) এবং ভারত (৫৯ বিলিয়ন ডলার)।
আপনার মতামত লিখুন :