সকল ইলেকট্রনিক ডিভাইসে চার্জিং পোর্ট এবং চার্জার হিসেবে ‘ইউএসবি-সি’ বা টাইপ-সি কার্যকর করলো ইউরোপীয় কমিশনে (ইসি)। বিষয়টিকে ‘কমন চার্জার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এর মাধ্যমে ইলেকট্রনিক পণ্য প্রস্ততকারী ব্র্যান্ডগুলোকে ইউরোপীয় দেশগুলোতে ডিভাইস বিক্রি করতে হলে ইউএসবি-সি চার্জিং পোর্ট রেখেই ডিভাইস তৈরি করতে হবে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিষয়টি কার্যকর করে ইসি। পাশাপাশি ২০২৬ সালের ২৮ এপ্রিল থেকে ল্যাপটপের জন্যও এই কমন চার্জার কার্যকর করা হবে।
ইউরোপীয় কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেইজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। দীর্ঘদিন থেকেই ইউরোপের দেশগুলোতে সকল ইলেকট্রিনিক পণ্যের জন্য একই ধরনের চার্জার এবং চার্জিং পোর্ট চালুর চেষ্টা করছিল ইউরোপীয় কমিশন। ইইউ ডিরেক্টিভ ২০২২/২৩৮০ অনুযায়ী এটি ২৮ ডিসেম্বর থেকে কার্যকর হলো। ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে থাকছে মোবাইল- ফোন, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, হেডফোন ও হেডসেট, পোর্টেবল স্পিকার, হাতের ভিডিও গেমিং কনসোল, ই-রিডার, ইয়ারবাডস, কী-বোর্ড, মাউস এবং পোর্টেবল নেভিগেশন সিস্টেম।
ল্যাপটপের মতো ব্যক্তিগত কম্পিউটারে বিষয়টি কার্যকর করতে ২০২৬ সালের ২৮ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে ল্যাপটপ প্রস্তুত ও বাজারজাতকারী ব্র্যান্ডগুলোকে।
ব্যবহারকারীদের বিড়ম্বনা ও ব্যয় কমানো, ই-বর্জের হ্রাস এবং ফাস্ট চার্জিং প্রযুক্তির উন্নয়নে কমন চার্জার ব্যবস্থা নিয়ে বেশ আগ্রহী ছিল ইউরোপীয় কমিশন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর বিষয়টির বাস্তবায়নে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।
আপনার মতামত লিখুন :