ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ইনস্টাগ্রামের নতুন গোপন ফিচার, কি সেটি?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:০৬ পিএম

ইনস্টাগ্রামের নতুন গোপন ফিচার, কি সেটি?

ছবি: সংগৃহীত

বর্তমানে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম। যার জন্য প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মটি। সেই ধারাবাহিকতায় এবার মেসেজিং এর ক্ষেত্রে নতুন ফিচার যুক্ত করেছে ইনস্টাগ্রাম। যার মাধ্যমে ব্যবহারকারীরা ডিরেক্ট মেসেজ (ডিএম) শিডিউল করতে পারবেন।

গত সোমবার এ প্ল্যাটফর্মটি জানিয়েছ, নতুন ফিচারটি বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডিরেক্ট মেসেজ শিডিউল করার এ নতুন সুবিধাটি বিশেষভাবে কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডগুলোর জন্য উপকারী হবে, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দর্শক বা গ্রাহকদের কাছে বার্তা পৌঁছাতে চান।

এছাড়া সাধারণ ব্যবহারকারীরাও এটি ব্যবহার করে বিভিন্ন টাইম জোনের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ভবিষ্যতের কোনো কাজের রিমাইন্ডার পাঠানোর জন্যও এটি ব্যবহার করা যাবে।

ফিচারটি প্রথমে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ লিন্ডসে গ্যাম্বলের নজরে আসে। ডিএম শিডিউল করার জন্য ব্যবহারকারীকে বার্তা টাইপ করার পর সেন্ড বাটনটি চেপে ধরে রাখতে হবে এবং এরপর বার্তা পাঠানোর তারিখ ও সময় নির্বাচন করতে হবে।

পরীক্ষায় দেখা গেছে, ইনস্টাগ্রাম সর্বোচ্চ ২৯ দিন আগ পর্যন্ত একটি বার্তা শিডিউল করার সুযোগ দিচ্ছে। একবার বার্তা শিডিউল করা হলে, প্রতিবার চ্যাট ওপেন করার সময় একটি ব্যানারে ‘১টি বার্তা শিডিউল করা হয়েছে’ বলে নোটিফিকেশন দেখাবে যতক্ষণ না বার্তাটি ডেলিভারি হয়। গত কয়েক সপ্তাহে ইনস্টাগ্রাম ডিএম ফিচার নিয়ে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে।

ব্যবহারকারীরা এখন ডিএম-এ বন্ধুদের সঙ্গে তাদের লোকেশন শেয়ার করতে পারেন, যা সরাসরি অ্যাপলের ফাইন্ড মাই এবং স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া ব্যবহারকারীরা নিজেদের বা অন্যদের জন্য ডিএম-এ নাম কাস্টমাইজ করে নিকনেম যোগ করার সুবিধাও পাচ্ছেন। কনটেন্ট নির্মাতাদের জন্য ইনস্টাগ্রাম সম্প্র্রতি নতুন কিছু টুল চালু করেছে, যার মাধ্যমে তারা মেসেজ রিকোয়েস্টগুলোকে শর্ট এবং ফিল্টার করতে পারবেন। নির্মাতারা এখন ফলোয়ার সংখ্যা, ভেরিফায়েড অ্যাকাউন্ট, ব্র্যান্ড এবং অন্যান্য ফ্যাক্টর অনুসারে মেসেজগুলো বাছাই করতে পারবেন।

আরবি/এফআই

Link copied!