ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

আইফোনে ১৪ প্রো ম্যাক্স বিস্ফোরণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ১১:৩১ এএম

আইফোনে ১৪ প্রো ম্যাক্স বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর আজকাল প্রায়ই শোনা যায়। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণের ঘটনা ঘটছে, তেমনই ঘরে থেকেও ঘটছে দুর্ঘটনা। এতে হতাহতের খবরও পাওয়া যায়। এতদিন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন আগুনে পুড়লেও আইফোনকে অনেকেই নিরাপদ হিসেবেই বিবেচনা করে থাকেন। তবে এবার চীনে আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাতে ঘুমানোর সময় ওই নারী তার স্মার্টফোন চার্জে দিয়েছিলেন। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরে আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো ঘর। এই ঘটনার জেরে ওই নারীও আহত হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যাটারির ত্রুটির কারণেই আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন ধরে যায়। তিনি এই ফোনটি ২০২২ সালে কিনেছিলেন। ইতিমধ্যেই ফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে ওই নারী ফোনে আগুন লাগার ঘটনার যথাযথ তদন্তের দাবি করেছেন।  

ফোন কোম্পানির গ্রাহক সেবা বিভাগ জানায়, ফোনের ওয়ারেন্টি মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তবে তারা তদন্ত করে দেখবে ঠিক কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফোনটির ব্যাটারি পরিবর্তন হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি আগে রিপিয়ারিং হয়েছে কিনা তাও জানা প্রয়োজন।   

আরবি/এফআই

Link copied!