ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ডলার থেকে টাকা উত্তোলন

ফ্রিল্যান্সারদের জন্য নতুন সুবিধা চালু করল প্রিয় পে

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৪:৫৫ পিএম

ফ্রিল্যান্সারদের জন্য নতুন সুবিধা চালু করল প্রিয় পে

ছবি: সংগৃহীত

ডলার থেকে বাংলাদেশি টাকা উত্তোলনের সুবিধা চালু করেছে আমেরিকান পেমেন্ট সার্ভিস প্রিয় পে।  টাকা উত্তোলনের সুবিধার ফলে বিশেষ করে ফ্রিল্যান্সাররা খুব সহজেই ডলার থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

মঙ্গলবার (২০ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে ডলার থেকে টাকা উত্তোলনের এই সেবা চালু করেছে প্রিয় পে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয় সিইও জাকারিয়া স্বপন, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, প্রিয় পে’র হেড অব অপারেশন্স পাইক ইকবাল হোসেন, লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার নান্টু দাসসহ আরও অনেকে।

নতুন সেবার মাধ্যমে প্রিয় পে’র গ্রাহকরা আমেরিকান ব্যাংক অ্যাকাউন্টে থাকা তাদের ডলার বাংলাদেশের যেকোনো ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারছেন। এতে খরচ হবে মাত্র ৯৯ সেন্ট। অর্থাৎ ট্রানজেকশনপ্রতি ৯৯ সেন্ট চার্জ প্রযোজ্য হবে।

আরবি/জেআই

Link copied!