ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

হোয়াটসঅ্যাপের নতুন চমক

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ১০:২৩ এএম

হোয়াটসঅ্যাপের নতুন চমক

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জনপ্রিয় এক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। এতে বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করায় গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। আর তাই ব্যবহারকারীদের কথা চিন্তা করে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ ইন্টারফেসে আরেকটি পরিবর্তনের পরিকল্পনা করছে। মূলত বিজনেস এবং চ্যানেলগুলোর জন্য এই নতুন ফিচার। যেখানে ভেরিফায়েড সিস্টেমের সবুজ ব্যাজটি পরিবর্তন হয়ে সেটিকে নীল চেকমার্ক দেয়া হবে।

এদিকে ওয়েবিটাইনফোর এর প্রতিবেদন অনুযায়ী, মেসেজিং অ্যাপ চ্যানেল ও ব্যবসা যাচাইয়ের জন্য সবুজের পরিবর্তে নীল চেকমার্ক প্রতিস্থাপন করা হবে। এর ফলে ব্যবহারকারীর আস্থা বাড়বে।

নীল চেকমার্কের কারণে ভেরিফায়েড ব্যবসা ও চ্যানেলের সঙ্গে নিরাপদ যোগাযোগ বা যেকোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে। এছাড়া ব্যবহারকারীরা সহজেই ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে এবং পরিচিতি বাড়াতে পারবে। তবে এই ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপের আইওএসে দেখা যাচ্ছে। খুব শিগগির অ্যান্ড্রয়েড ভার্সনেও আসতে পারে ফিচারটি।

আরবি/জেআই

Link copied!