মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আজহারুলের লিভ টু আপিলের অনুমতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১১:৪৭ এএম

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আজহারুলের লিভ টু আপিলের অনুমতি

ছবি: সংগৃহীত

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত দেন। পরবর্তী শুনানি ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

এদিন, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের রিভিউ শুনানি অনুষ্ঠিত হয়। আজহারের পক্ষে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, এস এম শাহজাহান, মোহাম্মদ শিশির মনির এবং নাজিব মোমেনসহ অন্যান্য আইনজীবীরা শুনানি করেন।

আইনজীবীরা আদালতে যুক্তি তুলে ধরেন, যে রায়ে আজহারের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল, সেখানে আন্তর্জাতিক আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং মামলার সাক্ষ্য-প্রমাণে ধোঁয়াশা রয়েছে। তারা দাবি করেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করায় রায়ের বিরুদ্ধে আপত্তি রয়েছে।

এদিকে, আপিল বিভাগ লিভ টু আপিলের অনুমতি দিয়ে আগামী ২২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এছাড়া, আদালত আসামিকে দুই সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দিয়েছে।

আজহার ২০১২ সালে গ্রেপ্তার হওয়ার সময়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। পরবর্তীতে, ২০১৫ সালে ১১৩ যুক্তিতে তিনি খালাস চেয়ে আবেদন করেন। ২০১৯ সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এখন, পুনর্বিবেচনার জন্য লিভ টু আপিলের অনুমতি দেওয়া হলো।

আরবি/এফআই

Link copied!