আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স-আপিলের রায় আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৯:০১ এএম

আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স-আপিলের রায় আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের ওপর রায় আজ রোববার (১৬ মার্চ) ঘোষণা করা হতে পারে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার বিচারিক আদালত এই মামলায় রায় দেন। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্টে মামলার নথিপত্র পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

এ মামলায় বিচারিক আদালতের রায়ের পর কারাগারে থাকা দণ্ডিতরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন। ২০২২ সালের ২৬ জানুয়ারি হাইকোর্টে শুনানি গ্রহণ করা হয়। এরপর, ২০২৩ সালের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপারবুক উপস্থাপনের মাধ্যমে শুনানি শুরু করে এবং ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুনানি হয়। সর্বশেষ, ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে।

এদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি ৬ আগস্ট গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে গেছে, যা ২৫ ফেব্রুয়ারি কারা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

উল্লেখ্য, আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তাকে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরবি/এফআই

Link copied!