রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ১২:৩৫ পিএম

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন কুখ্যাত সাজ্জাদের স্ত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ১২:৩৫ পিএম

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন কুখ্যাত সাজ্জাদের স্ত্রী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানান।

বুধবার ( ০৯ এপ্রিল ) বিচারপতি মো. মাহবুবউল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত বেঞ্চ এই জামিন দেন।

সাংবাদিক জুলকারনাইন দাবি করেন, ৫৪৭টি মামলার মধ্যে তামান্নার মামলার সিরিয়াল ছিল ৪৬৩ নম্বরে, কিন্তু ১৫০ নম্বর পর্যন্ত শুনানি করার পর ৩১৩ জনকে পেছনে ফেলে ১ মিনিটের মধ্যে তার জামিন মঞ্জুর করা হয়। এই দ্রুত জামিন দেওয়ার সিদ্ধান্তের পেছনে কি কোনো যৌক্তিকতা ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফেসবুক পোস্টে তিনি বলেন, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যিনি কিছু দিন আগে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারপরবর্তীতে তার স্ত্রী তামান্না শারমিন ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন। সেই তামান্নাকে  আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫৪৭টির মধ্যে মাত্র ৬৩টি মামলা শুনানি হয়েছে, এবং এই আদালত ২০ এপ্রিলের আগেই কার্যদিবস শেষ করেছে। তামান্নার জামিন এবং অন্য নেতাকর্মীদের জামিন বিষয়ে তদন্ত দাবি করা হচ্ছে।

তিনি আরও লিখেন, ‘সাধারণত আদালত গুরুত্ব বিবেচনায় অর্থাৎ সচরাচর কারো জটিল রোগ বা আপনজন মারা গেলে তখন মূল সিরিয়াল ভেঙে যেকোনো একটি সিরিয়ালের মামলা ধরতে পারে। কিন্তু ১৫০‍‍’র পর, ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো?’ 

 

 

আরবি/শিতি

Link copied!