বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্তের অগ্রগতি আগামী ১৮ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান আজ আদালতে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় বিচারক ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিলের জন্য এই নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলায় সিআইডিকে তদন্ত সম্পন্ন করার জন্য এই নিয়ে ৮৪ বার সময় দেওয়া হলো।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়েছিল। এই অর্থের মধ্যে প্রায় ৮১ মিলিয়ন ডলার ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে অর্থ পাচার প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন।
এখন পর্যন্ত, বাংলাদেশ রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) থেকে ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করতে পেরেছে এবং আরও ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কার একটি ব্যাংকে ফেরত পাঠিয়েছে।
এ ছাড়াও, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি, বাংলাদেশ ব্যাংক চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে রিজাল ব্যাংকের বিরুদ্ধে একটি মামলা করে।
অন্যদিকে, ২০২৩ সালের ২ মার্চ নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলাটি কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে আনা বেশকিছু অভিযোগ খারিজ করে দেন।
আপনার মতামত লিখুন :