সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৭৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২৫০-৩০০ জনের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলার কলাকোপা ভৈরাহাটি গ্রামের ফাতেমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। নবাবগঞ্জ থানা মামলা নম্বর-৩।
মামলার এজাহারে বলা হয়, শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র-জনতা শান্তিপূর্ণ কর্মসূচিতে অবস্থান করছিল। এসময় হামলাকারীরা সালমান এফ রহমানের নির্দেশে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করে।