ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষার্থী হত্যা

নাট্য নির্মাতা রিংকুর জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:৪২ পিএম

নাট্য নির্মাতা রিংকুর জামিন মঞ্জুর

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামের এক শিক্ষার্থী হত্যা মামলায় তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ আদালতে উপস্থিত হন। এরপর আসামি রিংকুর পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া জামিন চেয়ে শুনানি করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আরবি/জেআই

Link copied!