কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা সমীর চন্দের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
প্রসঙ্গত, ২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সমীর চন্দ।
আপনার মতামত লিখুন :