সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। জানা গেছে, রাজধানীর খিলগাঁও থানার পৃথক চার মামলায় ও পল্টন থানার দুই মামলায় তার এ জামিন মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) খিলগাঁও থানার পৃথক চার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আর রাজধানীর পল্টন থানার দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান। আর গ্রেপ্তার হওয়া সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর বাধা থাকল না।
জানা গেছে, এদিন বিকেলে সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার (৭ অক্টোবর) বিকেলে পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে দেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে উপস্থিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাচান। এ সময় তিনি আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আপনার মতামত লিখুন :