সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে দুদিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় ফারুক খানের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে আদালতে আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। এর আগে গত ১৫ অক্টোবর তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ১৪ অক্টোবর গভীর রাতে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে র্যাবের অভিযানে গ্রেপ্তার হন ফারুক খান।
আপনার মতামত লিখুন :