ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০১:২৭ পিএম

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানায় দায়েরকৃত আল-আমিন হত্যা মামলায় দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।

শনিবার (১৯ অক্টোবর) তাকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত জেল হাজতে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত আনিসুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসামিকে জিজ্ঞেসাবাদে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দেশের বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের আসামিরা বিভিন্ন উপায়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আনিসুল হকও দেশ ছেড়ে পালাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আসামি জামিনে মুক্ত হলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরবি/জেআই

Link copied!