বাংলাদেশ পুলিশের দুই নবীন অফিসার সাফল্যের সঙ্গে ‘এভিয়েশন বেসিক কোর্স-১৩’ শেষ করেছেন। তারা হলেন- এএসপি মো. মোহাইমিনুল হক ও এএসপি এইচ এম গোলাম রাব্বি।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে বুধবার (১১ ডিসেম্বর) সকালে আর্মি এভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান করেন ও ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আর্মি এভিয়েশন গ্রুপের অধীন এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনা বাহিনীর ১৮ জন, নৌ বাহিনীর ৪ জন এবং বাংলাদেশ পুলিশের ২ জনসহ মোট ২৪ জন নবীন অফিসার `এভিয়েশন বেসিক কোর্স-১৩` সম্পন্ন করেছেন।
আপনার মতামত লিখুন :