ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মাদক মামলায় দবির খাঁ’র ১৫ বছরের কারাদণ্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৫:২০ পিএম

মাদক মামলায় দবির খাঁ’র ১৫ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দের মামলায় মো. দবির খাঁ নামের এক আসামির ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।

বুধবার (২৩ অক্টোবর) ঢাকা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা জজ) উৎপল চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড়স্থ মামুন এন্টার প্রাইজ নামক বাস কাউন্টারের সামনে থেকে আসামি মো. দবির খাঁ-কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা এক শপিং ব্যাগের মধ্যে থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করা হয়।

পরে এই মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১২ মাসের কারাদণ্ডে দন্ডিত করা হয়।

আরবি/এফআই

Link copied!