ঢাকা শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বিস্ফোরক মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ ৫২ নেতাকর্মী

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৫:৪৬ পিএম

বিস্ফোরক মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ ৫২ নেতাকর্মী

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫২ জনকে রাজধানীর পল্টন থানায় করা বিস্ফোরক আইনের মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবীর খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, মীর সরাফত আলী সপু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, রাজীব আহসান ও এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার ১৫ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কুদরত-এ-ইলাহীর আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় মামলায় দায় থেকে তাদের অব্যাহতি দেন আদালত। মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করেন। একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরদিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই দেওয়ান উজ্জল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

আরবি/এফআই

Link copied!