ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৩:১৬ পিএম

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পল্টন থানার মকবুল হত্যা মামলায় শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রপলিটিন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আদেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে তার ৫ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর শেখ হাসিনার গঠিত মন্ত্রিসভায় তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আরবি/এফআই

Link copied!