ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

ডিবিপ্রধানের নাম ব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে: ডিএমপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৯:১৬ পিএম

ডিবিপ্রধানের নাম ব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে: ডিএমপি

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে হুমকি-ধামকি ও অবৈধ প্রভাব বিস্তারে একটি চক্র হীন চেষ্টায় লিপ্ত রয়েছে বলে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

কোনো ব্যক্তি এমন ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। পাশাপাশি ডিএমপির উপকমিশনার ডিসি( মিডিয়া ও পাবলিক রিলেশন) অবহিত করারও অনুরোধ করা হয়েছে।

গতকাল রোববার রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে বা কখনো তার নিকটাত্মীয়, বন্ধু ও এলাকার লোক পরিচয় দিয়ে কতিপয় লোক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে নানা রকম হুমকি-ধামকি ও অবৈধ প্রভাব বিস্তারের হীন চেষ্টায় লিপ্ত রয়েছে বলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তি এমন ঘটনার সম্মুখীন হলে বিষয়টি তৎক্ষণাৎ ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন)-কে অবহিত করার জন্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

আরবি/এস

Link copied!