চট্টগ্রাম নগরীতে পাঁচ বছর আগে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা।
এর মধ্যে আসামি নেজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
অপর আসামি আবদুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছে আদালত। অপর আসামি আবু সিদ্দিক রুবেলকে খালাস দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে নেজাম উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল হালিম পলাতক।
অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পেশকার ওমর ফুয়াদ গণমাধ্যমকে বলেন, আসামি নেজাম উদ্দিন ও আবদুল হালিমের বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় নেজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড এবং আবদুল হালিমকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।
আসামিদের মধ্যে নেজাম উদ্দিন আদালতের ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন বলেও জানান ওমর ফুয়াদ।
২০২০ সালে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এতে বলা হয়, আসামি আবদুল হালিমের নির্দেশে আসামি নেজাম উদ্দিন শ্বাসরোধ করে রেবেকা সুলতানাকে হত্যা করে। আর ঘটনার বিষয়ে জেনেও আবু সিদ্দিক রুবেল কাউকে কিছু না বলায় তার বিরুদ্ধেও অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছিল আদালত।
আপনার মতামত লিখুন :