টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা ওয়াসিউল ইসলামসহ ২৩ জনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আমামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, যাদের আসামি করা হয়েছে, তাবের বেশিরভাগের বয়স ৮০ বছরের বেশি। একই সঙ্গে তারা গণ্যমান্য ব্যক্তি। ২৩ জনকে পুলিশি প্রতিবেদন দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর তাদের জামিন আবেদন নাকচ হয়েছিল।
প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামে এক ব্যক্তি। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করা হয়।
আপনার মতামত লিখুন :