শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ একটি যুগান্তকারী ধারণা, যা আমাদের জাতিগত পরিচয়ে নতুন এক মাত্রা যুক্ত করেছে। মুক্তিযুদ্ধের পর, যখন পুরো জাতি একটি সত্তার সন্ধানে ছিল, তখন মেজর জিয়া তাঁর সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদকে একটি বৃহত্তর দৃষ্টিকোণে উপস্থাপন করেন। যা বর্তমান প্রজন্মের কাছে অজানা। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির এক মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ এসব কথা বলেন।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মহিমায় পালন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আগামী শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচি সফল করার লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে সাজাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দর্শন প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা আমাদের প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র সঞ্চালনায় সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, শওকত আলম খাজা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, ১৬ নভেম্বর কর্মসূচি সমন্বয়ের কেন্দ্রীয় প্রতিনিধি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :