ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

স্বামী হত্যার দায়ে স্ত্রী ও দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৩:১৬ পিএম

স্বামী হত্যার দায়ে স্ত্রী ও দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী এবং তার কথিত প্রেমিক দুলাভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক জজ আলী মনসুর আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেনÑজেলার হালুয়াঘাট উপজেলার গোরকপুর গ্রামের আমান উল্লাহর ছেলে মো. লিয়াকত আলী (৩৬) ও একই গ্রামের কাজিম উদ্দিনের মেয়ে সাবিনা খাতুন (৩৩)। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, দুলাভাই লিয়াকত আলীর ঢাকার বাসায় থেকে আশপাশের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন সাবিনা খাতুন। ওই বাসায় থাকতেই একপর্যায়ে সাবিনার সঙ্গে লিয়াকতের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। করোনার সময়ে ২০২১ সালে লিয়াকত সপরিবারে ঢাকা থেকে নিজ বাড়ি গোরকপুরে ফিরে আসেন। তখন সাবিনাও ফিরে এসে তার বাবার বাড়িতে থাকতে শুরু করেন। এর মধ্যে একই গ্রামের হযরত আলীর সঙ্গে সাবিনার বিয়ে হয়। এরপরও তিনি লিয়াকতের বাড়িতে যাতায়াত এবং সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে লিয়াকত ও সাবিনা মিলে হযরত আলীকে হত্যার পরিকল্পনা করেন।
এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৯ আগস্ট রাতে কুতিকুড়া আঁতলা বিলে নিয়ে হযরত আলীর গলায় গামছা পেঁছিয়ে তাকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখেন লিয়াকত। পরে তিনি হত্যার বিষয়টি মোবাইল ফোনে সাবিনাকে জানান। এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে হযরত আলীর ভাই আবু নাছের বাদী হয়ে ২০২১ সালের ২ সেপ্টেম্বর হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
 

আরবি/ এইচএম

Link copied!