ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সাবেক এমপি সেলিম ৭ দিনের রিমান্ডে

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ১১:২৮ এএম

সাবেক এমপি সেলিম ৭ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাকিব ও খালেদ নামে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে করা পৃথক দুই মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে লালবাগ থানার মামলায় চারদিন ও চকবাজার থানার হত্যা মামলায় তিনদিনের রিমান্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তার আইনজীবী প্রাণ নাথ বিশ্বাস তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে র্যাব-২। পরে তাকে মিরপুর মডেল থানা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন ১৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের। তবে মূল নথি না থাকায় এ বিষয়ে শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে লালবাগ থানার মামলায় তার আরও ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

আরবি/এফআই

Link copied!