ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজের বিরুদ্ধে সাবেক স্ত্রীর মামলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী মাধবী আক্তার নীলা বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মামলাটি রমনা থানায় নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।  

তিনি বলেন, নির্যাতনের অভিযোগে রমনা থানায় একজন ভুক্তভোগী নারী মামলার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নারী নির্যাতন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামী মুয়াজ আরিফ। তদন্ত সাপেক্ষে এব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলায় অভিযুক্ত আসামী অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ।