ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

পালানো সেই ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৩:১৩ পিএম
ছবি: সংগৃহীত

উত্তরা পূর্ব থানা থেকে আদালতে নেওয়ার পথে পালানো সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এরই মধ্যে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ।

ওসি, মহিবুল্লাহ জানান, শাহ আলমকে গ্রেপ্তার করতে পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারিসহ আরো ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলাও করেছে।

জুলাই আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন শাহ আলম। আন্দোলনে একটি হত্যা মামলায় বুধবার রাতে তাঁকে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে শাহ আলমকে ঢাকায় আনা হয়। তবে কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরেই পালান তিনি।