লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহমদকে ২০১৩ সালের ২৩ ডিসেম্বর তার নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
ডা. ফয়েজ আহমদের ছেলে, ডা. হাসানুল বান্না বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে, ওইদিন গভীর রাতে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকায় র্যাবের সদস্যরা ডা. ফয়েজ আহমদকে গুলি করে হত্যা করে এবং তার মৃতদেহ বাসার ছাদ থেকে নিচে ফেলে দেয়।
এ ঘটনায়, নারায়ণগঞ্জের সাত খুনের পরিকল্পনাকারী র্যাব কর্মকর্তা তারেক সাঈদের নামও উল্লেখ করা হয়েছে। তাকে সহ অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে ভুক্তভোগী পরিবার আবেদন করেছে।
আপনার মতামত লিখুন :