পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ আজ থেকে শুরু হচ্ছে। এই কার্যক্রমটি কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারের সংলগ্ন অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ জানুয়ারি) কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ইব্রাহিম মিয়া এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্বে থাকবেন বোরহান উদ্দিন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়—একটি হত্যা এবং অপরটি বিস্ফোরক আইনে।
বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল ২০১০ সালে, তবে মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম স্থগিত রেখে শুধু হত্যা মামলার বিচার চলছিল। ফলে এই মামলার বিচার স্থগিত হওয়ায় ৪৬৮ জন আসামির মুক্তি আটকে ছিল।
আপনার মতামত লিখুন :