ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ফের পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১০:৫৫ এএম

ফের পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি

ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি আবারও পিছিয়ে গেছে। আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে এই শুনানি হবে আগামী ৯ ফেব্রুয়ারি।

রোববার (১৯ জানুয়ারি) এই শুনানির কথা ছিল। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পক্ষ থেকে সময়ের আবেদন জানানো হয়, যার ভিত্তিতে আপিল বিভাগ রিভিউ আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে।

এর আগে, প্রথমে ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউ আবেদনের শুনানি ১৯ জানুয়ারি নির্ধারণ করেছিল।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছিল। যার পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনী আনা হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল হয়।  

তবে পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন।

আরবি/এফআই

Link copied!