ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

আ.লীগ নেতা গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১১:৪২ এএম

আ.লীগ নেতা গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া এবং মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, আবদুস সোবহান গোলাপ ও তার পরিবার সদস্যদের নামে থাকা সম্পদের মধ্যে মিরপুরের একটি পাঁচতলা বাড়ি এবং যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে ৮টি সিঙ্গেল রেসিডেনসিয়াল কন্ডো ইউনিট এবং ১টি ডুয়েল ফ্যামিলি ইউনিট অন্তর্ভুক্ত।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার এবং বাড়ি ও ফ্ল্যাট কেনার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এছাড়া আবদুস সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ পাওয়ার কথা জানানো হয়।

এর পাশাপাশি, আদালত আবদুস সোবহান গোলাপ, তার স্ত্রী এবং সন্তানদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তিনি ২০২৪ সালের ২৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন।

আরবি/এফআই

Link copied!