ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

‘আবু সাঈদসহ সকল হত্যার আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত হবে’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০২:৫২ পিএম

‘আবু সাঈদসহ সকল হত্যার আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত হবে’

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম বলেছেন, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আবু সাঈদসহ সকল হত্যা মামলায় শুধু নামে নয়, বরং আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল।

সোমবার (২০ জানুয়ারি) সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনের সময় প্রসিকিউটর এ কথা বলেন।

এ সময় প্রসিকিউটর বলেন, আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে হয়েছে। সে কারণে তদন্ত করার জন্য ১২ সদস্যের একটি টিম রংপুরে এসেছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা, সেটি তদন্তের পরই বলা যাবে বলেও জানান তিনি।

এছাড়া আবু সাঈদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের নিহত হওয়ার ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন তারা। তিন দিনের সফর শেষে আগামীকাল মঙ্গলবার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের।

আরবি/এফআই

Link copied!