জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
আরও পড়ুন: আনিসুল হক-মামুনসহ ৫ জন রিমান্ডে
গত ১৩ জানুয়ারি আনিসুল হককে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। গত সোমবার (২০ জানুয়ারি) আদালত এ আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে এ আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।
আপনার মতামত লিখুন :