মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি অনুপস্থিত থাকায় আদালত শুনানির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়।
তবে ওই রায়টির বিরুদ্ধে আপিল করলে আজহার নিজেকে নির্দোষ দাবি করেন এবং তাকে খালাস দেওয়ার জন্য আপিল বিভাগে রিভিউ আবেদন করেন।
আপনার মতামত লিখুন :