ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

১৭৮ বিডিআর সদস্যের কারামুক্তি আজ, ফুল হাতে স্বজনদের অপেক্ষা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১১:৪৫ এএম

১৭৮ বিডিআর সদস্যের কারামুক্তি আজ, ফুল হাতে স্বজনদের অপেক্ষা

ছবি: সংগৃহীত

১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন বিডিআরের ১৭৮ সদস্য। বিস্ফোরক মামলায় জামিনের পর আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তারা।

পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পাওয়ার পর আজ এই ১৭৮ জন সদস্য মুক্তি পাচ্ছেন। গত ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহীম মিয়া সাক্ষ্যগ্রহণ ও জামিন শুনানি শেষে আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন।

আদেশে বলা হয়, বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় যাদের খালাস দেওয়া হয়েছে এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই, তারা জামিনে মুক্তি পাবেন। একইভাবে যারা হত্যা মামলায় সাজা শেষ করেছেন, তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না থাকলে তারা মুক্তি পাবেন। শর্তাবলি পর্যালোচনা করে বুধবার (২২ জানুয়ারি) এই ১৭৮ জনের জামিননামা কারা কর্তৃপক্ষের কাছে পাঠায় প্রসিকিউশন।

এদিকে, দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের স্বজনেরা সকাল থেকে কারাগারের ফটকে ফুল হাতে অপেক্ষা করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে তারা আসছেন তাদের প্রিয়জনদের মুক্তির জন্য।

আরবি/এফআই

Link copied!