ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১১৫ বার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১২:৩৭ পিএম

সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১১৫ বার

ফাইল ছবি

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় তারিখ পেছাল ১১৫ বার। নতুন তারিখ অনুযায়ী আগামী ২ মার্চ এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সোমবার (২৭ জানুয়ারি) মামলাটির দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই প্রতিবেদন দাখিলের জন্য জিএম ফারহান ইশতিয়াক নতুন এ দিন ধার্য করেন।

এর আগে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। তাদের ক্ষতবিক্ষত লাশ পরদিন উদ্ধার করা হয়। পরবর্তীতে রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট আটজনকে আসামি করা হয়, যার মধ্যে রুনির বন্ধু তানভীর রহমানসহ নিরাপত্তারক্ষী এবং অন্যান্য ব্যক্তিরা রয়েছেন।

মামলাটির তদন্ত প্রথমে পুলিশ এবং পরবর্তীতে ডিবি পুলিশ হাতে নেয়, তবে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে মামলা র‌্যাবের হাতে চলে যায়, কিন্তু দীর্ঘ সময় পরেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

আরবি/এফআই

Link copied!