ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

সাগর-রুনি হত্যাকাণ্ডে ২ সাংবাদিকসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০৭:৪২ পিএম

সাগর-রুনি হত্যাকাণ্ডে ২ সাংবাদিকসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, জ.ই মামুন ও এটিএন বাংলার চেয়ারম্যােন মাহফুজুর রহমানের ছোট ভাই মাকসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছেন এ মামলা তদন্তে গঠিত টাস্কফোর্স সদস্যরা। সোমবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।

টাস্কফোর্সের এক সদস্য গণমাধ্যমকে জানান, সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য এসেছে। জোড়া খুন নিয়ে তিনি কী জানেন, এসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই সদস্য বলেন, রুনির কর্মস্থল ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। সাংবাদিক জ ই (জহিরুল ইসলাম) মামুন একই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন। রুনির পেশাগত জীবন সম্পর্কে এবং রুনির হত্যাকাণ্ড নিয়ে মামুন কী জানেন, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ছাড়া এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের ছোট ভাই মাকসুদুর রহমানকেও রুনির হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পিবিআই সূত্র জানায়, আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পিবিআই কার্যালয়ে সাংবাদিক মনজুরুল আহসান, মামুন ও মাকসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

এর আগে ১৩ জানুয়ারি বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে, ১৫ জানুয়ারি সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে রাজধানীর পিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন টাস্কফোর্সের সদস্যরা। গত বছরের ৩০ ডিসেম্বর এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। আর রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।

ওই হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন। প্রথমে এ মামলা তদন্ত করেছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। 

চার দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি।

পরে আদালত র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। গত বছরের ৪ নভেম্বর র‍্যাবের হাত থেকে পিবিআই ওই মামলার তদন্তের দায়িত্ব বুঝে নেয়।

এর আগে গত বছরের ২৩ অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যা মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টাস্কফোর্সকে এ হত্যা মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!