শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:৩০ এএম

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ ঘোষণা করা হবে, যা ঘটেছিল প্রায় তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এ মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শেষ হয় গত ৩০ জানুয়ারি।

২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আলোচিত এ মামলায় ৯ আসামিকে ফাঁসি, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। আসামিরা সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ মামলার পাঁচ আসামি ইতোমধ্যে মারা গেছেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে বিরোধীদলীয় নেতা হিসেবে শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর দলীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রেন মার্চে অংশ নেন। ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে তার দিকে গুলি ও বোমা নিক্ষেপ করা হয়, যা মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

আরবি/এফআই

Link copied!