বাংলাদেশের সর্বোচ্চ আদালত বর্তমানে রায় ও আদেশ প্রদান ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করেছে, যা দেশের বিচার ব্যবস্থায় ভাষার চর্চাকে নতুন মাত্রা দিয়েছে। আদালতের বিচারপতিরা সিদ্ধান্তের সময়, প্রতিটি রায়, আদেশ ও রিট আবেদন বাংলায় প্রদান করে দেশীয় সংস্কৃতির সঙ্গে আরও সম্পর্কিত হচ্ছেন।
বিভিন্ন বিচার বিভাগের রায় ও আদেশের ভাষা হিসাবে বাংলা ব্যবহার সম্প্রতি অনেক বেশি প্রচলিত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দীর্ঘ সময় ধরে আদালতের আদেশ ও রায় বাংলায় দেওয়ার বিষয়টি নিশ্চিত করছে। এর ফলে বাংলা ভাষার গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বিচার ব্যবস্থায় আরো শক্তিশালী হয়ে উঠছে।
এ ধরনের পদক্ষেপ বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনের চেতনাকে সম্মান জানায় এবং এটি জাতির ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করার একটি সুনির্দিষ্ট উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ফলে এটি জনগণের কাছে সহজবোধ্য সিদ্ধান্ত পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক হবে এবং ভাষার বর্ধিত চর্চাকে উৎসাহিত করবে।
এছাড়া, অন্যান্য বিচারকার্যেও বাংলা ভাষার ব্যবহার এই পরিবর্তনের সাথে সাথে আরও বিস্তৃত হচ্ছে, যাতে সাধারণ জনগণ আইনগত সিদ্ধান্তগুলির মধ্যে প্রবাহিত হতে পারেন এবং নিজেদের অধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন।
আপনার মতামত লিখুন :